Be a Member







গ্রীন সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি



নীতিমালা-


এটি একটি আর্থ সামাজিক অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য, এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। প্রবাস ফেরত এবং বর্তমান প্রবাসীদের কে নিয়ে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে আত্মনির্ভরশীল জীবন গঠনের লক্ষে বিদেশ পিরত  প্রবাসীদের কর্ম স্থান তৈরি করার জন্য আমাদের এই প্রকল্প  নামে এটি গঠন করা।
করে। সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ চলার জন্য এর একটি সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন হয়ে পড়ে, সে লক্ষে সমিতির সকল সদস্যগণ নিমোক্ত ধারা নিয়ম সংবিধান প্রনয়ণ করেন।

১। নাম- গ্রীন সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি

২। প্রকল্পের মেয়াদকাল ৫বছর। যাত্রা শুরু। জানুয়ারি ২০২৪ সমাপ্তি ৩১ শে ডিসেম্বর ২০৩০। মেয়াদ পর্যন্ত রাখা হয়েছে। পরবর্তীতে সকলের আলাপ আলোচনার মাধ্যমে সময় বাড়ানো যেতে পারে।

৩। প্রকল্পের সদস্য সংখ্যা সর্বনিম্ন ৩-জন, তবে কাম্য হলো ৫০জন। যদি মধ্যবর্তী সময়ে নতুন কোন সসদ্য নিবন্ধিত হতে চায় তাহলে চালু হওয়ার পর থেকে যে কয় মাস অতিবাহিত হয়েছে তার সে কয়মাসের সম্পূর্ণ চাদা দিয়ে ভর্তি হতে পারবে। তবে প্রকল্পের সঞ্চয় যদি পূর্বে ব্যবসায়িক কাজে চলমান থাকে তাহলে পূর্বের মুনাফা তিনি পাবেন না। ভর্তি হওয়ার পরের মাস থেকে তিনি (নতুন সদস্য)। মুনাফার অংশ পাবেন।

৪। এই প্রকল্পের সঞ্চয়কৃত টাকা জমা রাখার জন্য সকলের উপস্থিতিতে এবং আলাপ- আলোচনার মাধ্যমে সংগঠনের সদস্য ৩-৪ জন ব্যক্তির নামে একটি হিসাব খোলা হবে এবং যে যে হিসেবে সকল সদস্য টাকা জমা রাখবেন।

৫। যে সকল প্রবাসীদের নামে একাউন্ট থাকবে সংগঠনের প্রয়োজনে বা টাকা উত্তোলনের ক্ষেত্রে তাকে বাংলাদেশে উপস্থিত থাকতে হবে এবং তার আসা-যাওয়ার খরচ তাকে বহন করতে হবে সে জন্য সেজন্য প্রকল্প কোন প্রকার টাকা সহযোগিতা করবে না।

৬। একাউন্টে থাকা সদস্যদের মধ্যে 100% এর অধিক লোকের উপস্থিত এবং স্বাক্ষরে টাকা উত্তোলন করা হবে প্রকল্পের প্রয়োজনে।

৭। প্রতিটি সদস্যই শুরুতে ১০,০০০/-দশ হাজার টাকা চাঁদা ধার্য দিয়ে এই সংগঠনের ভর্তি ফরম নিতে হবে এবং এক লক্ষ টাকা প্রত্যেক সদস্যের নামে জমা হবে।

৮। প্রত্যেক সদস্যকে ইংরেজী মাসের ০১ থেকে ১৫ তারিখের মধ্যে ৫,০০০/- ৫ হাজার টাকা।
সঞ্চয় সংগঠনের একাউন্টে জমা দিতে হবে, জমা কিত কিস্তি চলমান থাকবে ৬০ মাস পর্যন্ত সমস্ত টাকা ব্যাংকে জমা থাকবে এবং প্রত্যেক সদস্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে।
১৫তারিখের উর্দ্ধে ও মাস পর্যন্ত এক নাগাড়ে কোন সদস্য সঞ্চয় দিতে অক্ষম হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে।

৯। বাতিলকৃত সদস্যের সঞ্চয়কৃত টাকা প্রকল্পের মেয়াদ (১ বছর) শেষ হলে লভ্যাংশ ব্যতীত প্রদান করা হবে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোন সদস্য সঞ্চয়কৃত টাকা উত্তোলন করার জন্য কোন প্রকার সামাজিক ও আইনি তদবির করতে পারবেনা।

১০। সমিতি পরিচালনা করার জন্য ৩-৬ জন বিশিষ্ট সমন্বয় কমিটি থাকবে।

১১। সকল সদস্যের উপস্থিতিতে এই কমিটি নির্বাচন করা হবে এবং এই কমিটি প্রকল্পটি পরিচালনা দায়িত্ব পালন করবেন।

১২। সমিতির সদস্য পদ লাভের জন্য নিজস্ব ফরমে আবেদনপূর্বক ভর্তি হতে হবে এবং সদস্যের নমনি নির্বাচনসহ তার নাম এবং ছবি প্রদান করতে হবে।

১৩। প্রকল্পের মূল ভিত্তি হলো লাভ লোকসানের সমতা বণ্টন, অর্থাৎ লাভের যেমন ভাগ পাবে ঠিক তেমনি লসেরও ভাগ নিতে হবে।

১৪। সমিতির ফান্ডের অর্থ সুরক্ষিত করার জন্য ব্যাংকে চলতি হিসাব একাউন্টে জমা রাখা হবে। কোন প্রকার ব্যক্তিগত লেনদেন গ্রহণযোগ্য হবে না।

১৫। এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য একই পরিবারের অথবা সদস্যগণ একের অধিক নাম রাখতে পারবেন।

১৬। সমিতির যে কোন প্রয়োজনে পরিচালনা কমিটি যদি সকল সদস্যকে আহব্বান করে কিংবা মিটিং এর ডাক দেন তাহলে প্রত্যেক সদস্যের উপস্থিতি
বাধ্যতামূলক।

১৭। প্রত্যেক তিন মাস পর একটি সভার আয়োজন করা।
হবে। সেখানে প্রকল্পের পর্যালোচনা, মূল্যায়ণ, আয় ব্যয়ের উপর প্রতিবেদন পেশ করা হবে।

১৮। পরিচালনা কমিটির মাধ্যমে গৃহীত সকল সিদ্ধান্ত সর্বোতভাবে কার্যকর বলে বিবেচিত হবে।

১৯। প্রকল্পের যে কোন পদের সদস্য থেকে সংবিধানে প্রণীত নীতিমালার পরিপন্থী কোন কাজ প্রকাশ পেলে তাকে সাময়িক বাতিল কিংবা স্থায়ী বাতিল যেকোন ধরণের সিদ্ধান্ত গ্রহন করার অধিকার রাখবে প্রকল্পের কর্তৃপক্ষ।

২০। এছাড়াও নতুন কোন সমস্যা দেখা দিলে যেমন কোন সদস্য চাকরীচ্যুত হওয়া বড় ধরনের কোন পারিবারিক বিপদ হলে সকল টাকা ফেরত এর আবেদন করতে পারবেন তবে সেটা সকলের মতামতের ভিত্তিতে সমাধান দিতে পারবেন। তবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

২১। সমিতির প্রয়োজনের যদি কখনো বাংলাদেশে উপস্থিত থেকে স্বাক্ষর করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নিজ খরচে এক মাসের নোটিশের মাধ্যমে আপনি উপস্থিত থাকতে বাধ্য।

২২।সমিতির প্রত্যেক সদস্যকে পদ উন্নতি করে কর্ম স্থানে নিয়োগ  দেওয়া হবে।

২৩। সকল সদস্য বিনিয়োগ অনুযায়ী ১০০ ভাগ মালিকানা সম্পদ পাবে।