আমাদের কথা

About Us

প্রাকৃতিক সম্পদে ভরপুর অপার সম্ভাবনাময় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ভৌগলিক সীমারেখার দিত থেকে আমরা রয়েছি সুবিধাজনক অবস্থানে যার বিশাল অংশ জুড়ে রয়েছে সমুদ্রসীমা ও সবুজে ঘেরা পাহাড় যা শুধু কেবল আমাদের নিরাপত্তাকে সু নিশ্চিত করে তা নয় বরং এতে রয়েছে অপার সম্ভাবনার হাতছানি, যা আমাদের দেশের অর্থনীতিকে করে সমৃদ্ধ।

১৮ কোটি মানুষের দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সমূহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশয়ে অর্থনৈতিক ভাবে সমন্ধ করে পৃথিবীর মানচিত্রে নিজেদের সম্মান জনক অবস্থান তৈরি করে নিতে সরকারী উদ্দ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান। দেশ গড়ার কাজে যে সকল
প্রতিষ্ঠান অসামান্য অবদান রেখে যাচ্ছে "গ্রীন সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি" সে মানেরই একটি প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে " গ্রীন সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি" এর রয়েছে সক্রিয় অংশ গ্রহন।
নিজের জন্য দেশকে গড়ি সে লক্ষ্যে আমাদের অগ্রযাত্রায় আপনিও সামিল হতে পারেন।

আমাদের বিশ্বাস আপনার অংশ গ্রহনে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

লক্ষ্য-উদ্দেশ্য


আর্থ-সামাজিক উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখা এবং দেশের সেবায় আত্মনিয়োগ করা।


বৈশিষ্ট্য

ব্যবসায়ী অঙ্গনে সততা ও দক্ষতার পাশাপাশি নৈতিক উন্নয়ন সাধন।

ঝুঁকিমুক্ত ও বৈধ বিনিয়োগ ব্যবস্থা।

সুদমুক্ত হালাল ব্যবসা পরিচালনা।

পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত পন্য উৎপাদন।

জনকল্যাণমুখী উন্নয়ন ও উৎপাদন।

নির্ধারিত নীতিমালার আলোকে প্রয়োজন মোতাবেক বিনিয়োগ গ্রহন।

■ডেইরী ফার্ম
■পোলট্রি ফার্ম
■ফিশারিজ
■ফুড প্রসেসিং এন্ড সাপ্লাই



বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হিসেবে সারা বিশ্বেই সুপরিচিত। দেশের অর্থনীতির একক বৃহত্তম খাত হচ্ছে কৃষি যা দেশের মোট জিডিপির (GDP) ৩০ শতাংশ এবং দেশের মোট শ্রমশক্তির ৬০ শতাংশ এ খাতে সরাসরি নিযুক্ত। অথচ দেশ গড়ার কারিগর কৃষকরা না পাচ্ছে ফসলের ন্যায্যমূল্য আর না পাচ্ছে উৎসাহ-উদ্দীপনা বা পর্যাপ্ত সহযোগিতা। এভাবে চলতে থাকলে সেদিন বেশী দূরে নয় যেদিন দেশ পুরোপুরি খাদ্যের উপর পরনির্ভরশীল হয়ে পড়বে।
এ পরিস্থিতির উত্তোরনের জন্য দ্রুত সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী পর্যায়ে ব্যপক উদ্যোগ ও অংশগ্রহন অত্যাবশ্যক।
আশার কথা হচ্ছে, কৃষি বিষয়ে জনসচেতনতা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বেসরকারীভাবেও অনেক প্রতিষ্ঠান এক্ষেত্রে এগিয়ে এসেছে। যে সকল প্রতিষ্ঠান কৃষিবিপ্লবের এই ধারায় নিজেকে সম্পৃক্ত করে তাদের একটি হল গ্রীন-ভিউ এগ্রো ফার্ম যা ২০২৪ সাল থেকে সুনামের সাথে কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের রাস্তা আরও প্রসারিত করে। উন্নয়নের এই ধারায় আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততায় দেশ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।






Our Mission



Our mission is to provide innovative and sustainable engineering and project management solutions that empower our clients to achieve their goals and make a positive impact on society. We strive to be a trusted partner for our clients, offering expertise, quality, and value in all aspects of our services. We are committed to excellence in our work, fostering a culture of collaboration, diversity, and continuous learning among our team members. Above all, we aim to contribute to a better world by applying our knowledge and skills to address the challenges and opportunities of our time.



Our Vision



Our vision is to be a global leader in engineering and project management consultancy, recognized for our unrivaled expertise, exceptional service delivery, and pioneering solutions. We aim to transcend traditional boundaries and reshape industries through our innovative approaches, cutting-edge technologies, and sustainable practices. 



Quality Policy



Our quality policy is to consistently deliver high-quality engineering solutions that meet or exceed our clients' expectations, while adhering to all applicable laws, regulations, and standards. We are committed to continuously improving our processes, practices, and outcomes, through feedback, analysis, and innovation. We believe in a collaborative and client-focused approach that puts the needs of our clients at the center of our work, while ensuring the highest level of safety, environmental, and quality standards. We strive for excellence in all aspects of our operations, promoting a culture of integrity, accountability, and continuous learning, and always seeking to make a positive impact on society and the environment.


Why Choose Us


Expert Team: Our team consists of highly qualified engineers, project managers, and consultants with extensive industry experience.

Client-Centric Approach: We prioritize understanding our clients' needs and provide customized solutions that align with their goals.

Innovation and Technology: We leverage the latest tools, technologies, and industry best practices to deliver cutting-edge solutions.

Proven Track Record: Our company has successfully completed numerous projects, earning a reputation for excellence and client satisfaction.

Strong Partnerships: We have established strategic partnerships with industry-leading organizations, allowing us to deliver comprehensive solutions to our clients.